• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধানমণ্ডির বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে হবে

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১৭:০০

ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা অপসারণে হাইকোর্টের দেওয়া রায় বহাল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহম্মদ আবদুল ওহাব মিয়ার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

এ রায়ের ফলে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সকল ধরনের বাণিজ্যিক স্থাপনা অপসারণে আরো কোনো আইনগত বাধা থাকল না। ২০১২ সালের ১১ জুন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের ডিভিশন বেঞ্চ ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা অপসারণে রায় দেন।

কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। সোমবার আপিলকারীর পক্ষ তাদের আবেদনটি না চালানোর জন্য মৌখিকভাবে আদালতকে জানায়। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh