• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট আরোপের রায় আপিল বিভাগে স্থগিত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ জানুয়ারি ২০১৭, ১২:২২

ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ঠিক করেছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন ও এম মনজুর আলম। রিটকারীর আইনজীবী জানান, ইংরেজি মাধ্যম স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে গেলো ১২ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে আজ আপিল বিভাগ তা স্থগিতের আদেন দেন।

এমকে/ এফএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh