• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৬, ১৩:২১

পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটের উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক যানবাহন।

শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের সহকারি মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ বলেন, পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত যাওয়ায় পদ্মায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে এক সপ্তাহ ধরে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।

তিনি আরো বলেন, বহরের ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে পারাপার চলছে। লৌহজং টার্নিংয়ে তীব্র স্রোতের কারণে ওপাড়ে যেতে দেড়গুণের বেশি সময় লাগছে। ফলে যানবাহনগুলো পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

শাহ নেওয়াজ খালেদ জানান, ফেরি টেনে নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চ ক্ষমতার টাক বোর্ড ব্যবহার করা হচ্ছে এবং পারাপারে বাস ও ছোট যানকে প্রাধান্য দেওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো অপেক্ষায় থাকতে হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh