• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৭ দিন বন্ধ থাকবে শাবিপ্রবি, তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এনভায়রনমেন্টাল ও সিভিল সায়েন্সের অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া আসছে ৬ জানুয়ারি পর্যন্ত শাবিপ্রবিতে সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং ৩ আবাসিক ছাত্র হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার দুপুরে শাবিপ্রবির সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে এবার উপাচার্য ভবন ঘেরাও করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর দেড়টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের অবরোধ তুলে নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় তারা। এসময় উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সারওয়ার তুষার বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া ও শাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন জালিয়াতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

অন্যদিকে উপাচার্য বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান তিনি।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh