• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধার ৬ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি অভিযোগ আনা হয়েছে। জানালেন তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক।

বুধবার ৭১’র মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানfন।

মামলায় ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযুক্ত ৬ আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর তদন্ত শুরু হয়। এটি তদন্ত সংস্থার ৪৪তম প্রতিবেদন।

মামলার অন্য ৫ আসামি হলেন জাফিজার রহমান, আজগর হোসেন খান, মোমতাজ আলী ব্যাপারী, আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. রঞ্জু মিয়া। রঞ্জু মিয়া ছাড়া বাকি ৫ জন পলাতক রয়েছেন।

গেলো ২৯ মে পলাতক ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, ৫০টি বাড়িতে লুটপাট এবং মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এইচটি / এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh