• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘ক্ষতিপূরণ দারুল ইহসানকেই দিতে হবে’

অনলাইন ডেস্ক
  ২৭ জুলাই ২০১৬, ১২:৩৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বি্শ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘনের কারণে দারুল ইহসানকেই শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষার্থীরা সেই ক্ষতিপূরণ দাবি করলে সরকার তা আদায়ে সহযোগিতা করবে।

সচিবালয়ে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে তিনি কমপক্ষে পাঁচ লাখ টাকা দাবি করতে পারবেন। এতে তারা অন্য জায়গায় পড়তে পারবেন।

নাহিদ বলেন, আইনগত ভাবেই দারুল ইহসান বন্ধ করা হয়েছে। হাইকোর্ট সরাসরি রায় দিয়েছে, জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও ‘সনদ বাণিজ্যের’ অভিযোগে সোমবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh