• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যেভাবে বানাবেন মোবাইল অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৬, ০৯:৩১

এক ডিভাইসে অনেক সুবিধা একসঙ্গে পাওয়ায় স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধা-বিনোদন সবই দিচ্ছে অনেক রকম অ্যাপ। প্রযুক্তির দুনিয়াতেও আছে অ্যাপের বিশাল বাজার। তাই ব্যবহারের পাশাপাশি অ্যাপ নির্মাতার সংখ্যাও আমাদের দেশে দিন দিন বাড়ছে। অনেকেই অ্যাপ তৈরিকে পেশা হিসেবে নিচ্ছেন।

মোবাইল অ্যাপ সাধারণত ৩টি অপারেটিং সিস্টেম(ওএস) বা প্লাটফর্মের জন্য তৈরি করা হয়। আইওএস (আইফোনের জন্য), অ্যান্ড্রয়েড (স্যামসাং, সনি ইত্যাদি বেশির ভাগ স্মার্টফোনের জন্য), উইন্ডোজ (মাইক্রোসফট)। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করেন অ্যান্ড্রয়েড। তারপর আইওএস ও উইন্ডোজ।

অ্যাপ বানানোর বেসিক থেকে অ্যাডভান্সড সব ধরনের টিউটোরিয়াল পাওয়া যায় ইন্টারনেটে। আছে টেক্সট টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল। গুগল সার্চে আসবে অনেক অনেক টিউটোরিয়াল, খুঁজে নিতে হবে দরকারি টেক্সট বা ভিডিও। ইংরেজির পাশাপাশি বাংলা অনেক ব্লগ, টিউটোরিয়াল পাওয়া যাবে ইন্টারনেটে। ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে অ্যাপ ডেভেলপমেন্টের ওপর। তবে ধৈর্য রাখতে হবে।

আইওএস অ্যাপ বানাতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অবজেক্টিভ সি ব্যবহার করতে হয়। অ্যান্ড্রয়েডের জন্য জাভা এবং উইন্ডোজের জন্য সি শার্প জানতে হবে। যারা এ প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো জানেন না, তারা ইন্টারনেটে জেনে নিতে পারেন। যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে শুরু করুন। আস্তে আস্তে শিখুন, ভালো লাগলে শেখায় গতি আসবে।

আইওএস প্রোগ্রামিং শেখা শুরু করুন অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইট (https://developer.apple.com) থেকে। এখানে আপনি আইওএস শেখার যাবতীয় জিনিস পেয়ে যাবেন। আপনি অ্যাপলের গাইড অনুসরণ করতে পারেন, খুব সুন্দরভাবে গুছিয়ে সবকিছু লেখা আছে ওখানে। আরো অনেক ওয়েবসাইটে টিউটোরিয়াল আছে, সেসবের সাহায্যও নিতে পারেন। টিউটোরিয়াল পেতে গুগলে ‘iOS tutorial’ লিখে সার্চ করুন। একইভাবে সার্চ করুন ইউটিউবে। ‘আইওএস টিউটোরিয়াল’ এভাবে বাংলায় সার্চ করতে পারেন গুগল ও ইউটিউবে।

অ্যান্ড্রয়েডের অ্যাপ তৈরি করা যায় সব অপারেটিং সিস্টেমেই। অ্যান্ড্রয়েড ডেভেলপার সাইট (developer.android.com) থেকে শুরু করুন। এটি অ্যান্ড্রয়েডের ডেভেলপার সাইট, যেটি শুরু করার জন্য খুবই কার্যকরী। আরো টিউটোরিয়াল পেতে গুগলে ‘android tutorial’ লিখে সার্চ করুন। একইভাবে সার্চ করুন ইউটিউবে। ‘অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল’ এভাবে বাংলায় সার্চ করতে পারেন গুগল, ইউটিউব দু’ জায়গায়ই।

উইন্ডোজ অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্যও উইন্ডোজ ডেভেলপার সাইট (https://developer.microsoft.com) দেখুন। এখানে অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাইলে যা করতে হবে সবই পেয়ে যাবেন। গুগলে আরো টিউটোরিয়াল পেতে গুগলে ‘windows app tutorial’ লিখে সার্চ করুন। একইভাবে সার্চ করুন ইউটিউবে। ‘অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল’ এভাবে বাংলায় সার্চ করতে পারেন গুগলে, ইউটিউব দু’ জায়গায়ই।

আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ- এ তিন প্লাটফর্মের ডেভেলপার ওয়েবসাইটে শেখা শুরু করার জন্য যথেষ্ট নির্দেশনা আছে। এগুলো পড়তে হবে, দেখতে হবে, অনুসরণ করতে হবে ধৈর্য নিয়ে। যখনই মনে হবে কোনোকিছু বুঝতে পারছেন না, সমস্যায় পড়েছেন তখনই গুগলের সাহায্য নিন, সার্চ দিন যেটা বুঝতে পারছেন না সেটা নিয়ে। পাশাপাশি পড়ুন অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে ব্লগ।

এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh