• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চবিতে অনির্দিষ্টকালের অবরোধ চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৭ নভেম্বর ২০১৬, ১৪:১৮

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার সুষ্ঠু তদন্তসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।

রোববার সকাল থেকেই এ কর্মসূচি পালন করছে দিয়াজের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের হোস পাইপ কেটে দিয়েছে আন্দোলনকারীরা। ফলে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (রোববার) ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিলো অনেক কম। বেশিরভাগ বিভাগেই ক্লাস হয়নি।

চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি চৌধুরী বলেন, পাঁচ দফা দাবিতে অবরোধের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছি।

দাবিগুলো হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, দিয়াজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অপসারণ করা।

গেলো রাতে, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনির্দিষ্টকালের এ অবরোধের ঘোষণা দেন দিয়াজের অনুসারীরা। ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকার বাসা থেকে, দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাকে হত্যা শেষে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh