• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চাঁদ তৈরি করছে চীন

লাইফস্টাইল ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৮, ১৯:০৫
ছবি: সংগৃহীত

নিজস্ব চাঁদ তৈরির পরিকল্পনা করছে চীন। ২০২০ সালের মধ্যে এই চাঁদ আকাশে পাঠানো হবে। যার আলোয় আলোকিত হবে দেশটির বিভিন্ন শহর।

মূলত রাস্তায় ব্যবহৃত লাইটের বিকল্প হিসেবে কৃত্রিম চাঁদ ব্যবহার করা হবে। এছাড়া বিদ্যুতের খরচ কমিয়ে আনতেও কার্যকরী ভূমিকা পালন করবে এটি। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘গেজেটস নাউ’।

‘চায়না ডেইলি’ জানায়, সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে চেংদু শহরে ‘ইলিউমিনেসন স্যাটেলাইট’ তৈরি হচ্ছে। এটা মূলত কৃত্রিম চাঁদ। এই চাঁদ সত্যিকারের চাঁদের চেয়ে ৮ গুণ বেশি আলো দেবে।

মানুষের তৈরি প্রথম চাঁদটি সিচুয়ানের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আকাশে পাঠানো হবে। পদক্ষেপটি সফল হলে ২০২২ সালের মধ্যে আরও তিনটি কৃত্রিম চাঁদ আকাশে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কৃত্রিম চাঁদ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা চানফেং বলেন, প্রথম চাঁদটি পরীক্ষামূলকভাবে পাঠানো হবে। এতে সফল হলে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আরও তিনটি কৃত্রিম চাঁদ পাঠানো হবে ২০২২ সালের মধ্যে।

কৃত্রিম চাঁদের মাধ্যমে চীনের ৫০ বর্গকিলোমিটার এলাকা আলোকিত হলে বছরে ১৭ কোটি ডলার সাশ্রয় হবে। এছাড়া দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম চালাতে কার্যকরী ভূমিকা পালন করবে এটি।

আরও পড়ুন :

ডি/কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের ফাঁদে ফেলে ৩৫ লাখ টাকা চাঁদা, গ্রেপ্তার ৭
মতলব উত্তর থানার ওসি-এসআই প্রত্যাহার
চাঁদপুরের তিন উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
উপজেলা ভোট সুষ্ঠু করতে ওসি ও এসআইকে বদলির নির্দেশ
X
Fresh