• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার ১২ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০১৮, ২১:১৫

ফের ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এবার ১২০ মিলিয়ন (১২ কোটি) ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে এই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে। খবর দ্য ভার্জ ।

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির রেশ না কাটতেই এই অভিযোগ উঠল।

একজন নিরাপত্তা গবেষক দাবি করেছেন, ‘নেমটেস্টস’ নামের ফেসবুক কুইজের এক ডেভেলপারের মাধ্যমে এসব তথ্য ফাঁস হয়েছে।

নিরাপত্তা গবেষক ইন্টি ডি সিউলেয়ার বলেন, ব্যক্তিত্ব-বিষয়ক কুইজ অ্যাপ নেমটেস্টস এসব তথ্য প্রকাশ করেছে। ২০১৬ সাল থেকে তৃতীয় পক্ষের কাছে ব্যবহারকারীর বিস্তারিত তথ্য জমা করেছে অ্যাপটি।

ইন্টি ডি সিউলেয়ার আরও জানান, গত ১০ এপ্রিল তথ্যের অপব্যবহার নিয়ে ফেসবুক একটি বাগ বাউন্টি প্রোগ্রাম চালুর ঘোষণা দেয়। পরে তিনি সামাজিক মিডিয়া জায়ান্টটির তথ্যের অপব্যবহার হচ্ছে কিনা, তা নিয়ে কাজ শুরু করেন। তার বন্ধুরা তৃতীয় পক্ষের যেসব অ্যাপ ব্যবহার করেন, তা নিয়েই তিনি প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। এর অংশ হিসেবে তিনি নেমটেস্টস অ্যাপ থেকে একটি ফেসবুক কুইজে অংশ নেন। পরে তিনি বুঝতে পারেন, অ্যাপটি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের কারো কাছে হস্তান্তর করছে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে নাম, জন্মতারিখ, পোস্ট, স্ট্যাটাস, ছবি ও বন্ধুদের তালিকা রয়েছে। এমনকি ব্যবহারকারীর ডিভাইস থেকে অ্যাপটি মুছে ফেলার পরও তাদের তথ্য ফাঁস হচ্ছিল।

উল্লেখ্য, জার্মান অ্যাপ নির্মাতা সোশ্যাল সুইটহার্টস নেমটেস্টস অ্যাপটি বানিয়েছে।

আরও পড়ুন :

আন্দোলনে নামলেই মার, ইবি ছাত্রলীগের হুমকি

এপি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh