• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশের লাঠিপেটা, প্রতিবাদে বিক্ষোভ

জবি সংবাদদাতা

  ০২ জুন ২০১৮, ১৯:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটে দায়িত্বরত কোতোয়ালি থানার এসআই সুমনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই শিক্ষার্থীকে মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এতে করে অচল হয়ে পড়ে সদরঘাট এলাকা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের মূল গেটের পাশে রাখা বেঞ্চিতে কামরুল বসতে চাইলে বাধা দেয় পুলিশ সদস্যরা। এটি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এসআই সুমন কামরুলকে লাঠিপেটা করে এবং প্রক্টরের অনুমতি ছাড়াই কোতোয়ালি থানায় ধরে নিয়ে যায়।

এই ঘটনায় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বাংলাবাজার-সদরঘাট সড়ক অবরোধ করে প্রতিবাদ করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশ দুপুর আড়াইটার দিকে কামরুলকে ছেড়ে দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : মাদরাসা অধিদপ্তরের ডিজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর
--------------------------------------------------------

এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন, সামান্য ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ সদস্যরা বিষয়টির সমাধান করেন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
X
Fresh