• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ষোড়শ সংশোধনী বাতিল, আপিল করবে রাষ্ট্রপক্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ অক্টোবর ২০১৬, ১৯:৫৩

সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি পেলেই এক মাসের মধ্যে আপিল করা হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে বলা হয়েছে- একজনও যদি যুদ্ধাপরাধী থাকে, তার বিচার অব্যাহত থাকবে। ফলে বিচার বর্তমান অবস্থায় চলবে, না-কি জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে সে সিদ্ধান্ত সরকার নেবে।’

এদিকে সর্বোচ্চ আদালতের বিচারক অপসারণ ক্ষমতা আগের মতো আইনসভার হাতে নিতে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধন হয়। তবে একটি রিট আবেদনে গেলো ৫ মে দেয়া রায়ে হাইকোর্ট ওই সংশোধন অবৈধ ঘোষণা করেন।

এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh