• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার রায় ঘিরে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে সংঘর্ষের ঘটনায় পাঁচ মামলা করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় তিনটি।

দুই থানায় এই পাঁচ মামলায় ৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তিনটি মামলায় ১৬০ জন এজাহারভুক্ত আসামির মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ শিশু দগ্ধ
--------------------------------------------------------

অপরদিকে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন গুলশানের বাসভবন ফিরোজা থেকে বকশীবাজারের আদালতের পথে রওনা দেন খালেদা জিয়া। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার গাড়িবহর মগবাজার মোড়ে পৌঁছালে সেখানে যুক্ত হন বিএনপির হাজারো নেতাকর্মী।

দুপুর ১২টার কিছুক্ষণ পর গাড়িবহর হলি ফ্যামিলি হাসপাতালের মোড় পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা জবাবে টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
ইমরানের তোশাখানা মামলার নতুন করে তদন্ত
X
Fresh