• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাত লাখ বাজে অ্যাপ সরিয়েছে গুগল

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি ২০১৮, ২১:৫৫

নীতিমালা ভঙ্গ করায় ২০১৭ সালে সাত লাখ অ্যাপ সরিয়েছে গুগল। কারণ হিসেবে ওই অ্যাপগুলোতে বিভিন্ন ক্ষতিকর কোডের কথা উল্লেখ করে গুগল কর্তৃপক্ষ। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে গ্যাজেটস নাউ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতিমালা ভঙ্গ করায় ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ৭০ ভাগ বেশি অ্যাপ সরানো হয়েছে।

গুগল প্লে-স্টোরের পণ্য ব্যবস্থাপক অ্যান্ড্রু অ্যান এক ব্লগ পোস্টে লিখেছেন, শুধু এবারই বেশি করে বাজে অ্যাপ সরানো নয়, আমরা আগেও বাজে অ্যাপ শনাক্ত ও ব্যবস্থা নিয়েছি। কেউ ইন্সটল করার আগেই শতকরা ৯৯ ভাগ বাজে কনটেন্টযুক্ত অ্যাপ শনাক্ত ও বাতিল করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইয়ুথ অপরচুনিটিজের বাংলা ওয়েবসাইটের উদ্বোধন
--------------------------------------------------------

বাজে অ্যাপ শনাক্ত করা ও বারবার গুগলের অ্যাপ নীতিমালা ভঙ্গকারীকে শনাক্ত করার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বছরে এক লাখ অ্যাপ নির্মাতার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

মেশিন লার্নিং মডেল ও পদ্ধতি ব্যবহার করে ম্যালওয়্যার বা অনুপযুক্ত কনটেন্টগুলোকে শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনেক ভুয়া ও নকল অ্যাপ আছে যা পরিচিত অ্যাপগুলোর ছদ্মবেশে থাকে। এসব অ্যাপ ডাউনলোড করা হলে তথ্য চুরিসহ নানা ঝামেলায় পড়েন ব্যবহারকারী। অবৈধ কার্যক্রম, সহিসংতার মতো বিষয়গুলো গুগলের উন্নত মেশিন লার্নিং শনাক্ত করে তা বাতিল করতে পারে।

আরও পড়ুন:

এপি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
X
Fresh