• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ আশরাফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮

ডাকসু নির্বাচনের দাবিতে অনশনে থাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ অবশেষে তার অনশন ভেঙেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে কলা আর পানি খাইয়ে তার অনশন ভাঙান।

গত ২৫ নভেম্বর থেকে অনশনে থাকা ওয়ালিদ আশরাফকে উপাচার্য পানি ও কলা খাওয়ানোর আগে ডাকসু নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেন।

বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী ছাড়াও বামপন্থি ছাত্র সংগঠনগুলো সমর্থন দেন ওয়ালিদ আশরাফকে।

১৫ দিন পর অনশন ভাঙলেন আশরাফ। এসময় উপস্থিত সাংবাদিকদের ওয়ালিদ বলেন- যেহেতু উপাচার্য সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তিনি ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তাই অনশন ভঙ্গ করেছি। তবে ডাকসু নির্বাচনের দাবিতে জনমত তৈরির লক্ষ্যে নিয়মিত কর্মসূচি পালন করে যাব।

পি/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh