• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরে রহিম হত্যায় ৬ বাংলাদেশি অভিযুক্ত

অনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩১

সিঙ্গাপুরে বাংলাদেশি হত্যায় ৬ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন হয়। জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস।

২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের তুয়াস ভিউতে মুন্সি আব্দুর রহিম নামে এক বাংলাদেশির ওপর হামলা হয়। পরে তিনি মারা যান। এই ঘটনায় ৬ বাংলাদেশিকে আটক করে পুলিশ। আটক ৬ বাংলাদেশি আব্দুর রহিমের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর রাতে ৬ বাংলাদেশি কিছু অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বেআইনিভাবে ঘটনাস্থলে জড়ো হয়েছিল। সে দেশের আইনানুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে ৫ জন কিংবা তার বেশি মানুষের একসাথে জড়ো হওয়া অবৈধ। উদ্দেশ্যমূলক হত্যার অবধারিত সাজা মৃত্যুদণ্ড।

অভিযুক্ত বাংলাদেশিরা হলেন- রিপন হাসান ওরফে শহীদুল্লাহ ভূইয়া (৩৪), আহমেদ ফাহাদ (৩২), আহমেদ কায়েস (৩১), সোহেল রানা ওরফে আব্দুল কাদির (৩০), মিয়া মোহাম্মদ রাসেল (২৮) ও গনি ওসমান (২৩)।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh