• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরানোর দাবি ঢাবি সাদা দলের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩১

আরটিভি অনলাইন ডেস্কসুন্দরবনের কাছ থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে অন্য কোথাও স্থাপনের দাবি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবির বিএনপি ও জামায়তপন্থী সাদা দলের শিক্ষকরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে তারা এ দাবি জানান।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে বলে ইউনেস্কোর পক্ষ থেকেও বলা হয়েছে। এ অবস্থায় সরকারের উচিৎ প্রকল্পটিকে অন্যত্র সরিয়ে নেয়া।

সুন্দরবন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সম্পদ উল্লেখ করে তিনি এটি রক্ষায় সরকারকে আরো বেশি আন্তরিক হবার আহ্বান জানান।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh