• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্লু হোয়েল সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৭, ১৭:০৬

ব্লু হোয়েল গেম নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল বৃহস্পতিবার থেকে ফেসবুকে একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে ১৩ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা বাংলাদেশের সব অ‍্যান্ড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেওয়া হবে।

যা প্রবেশের ফলে আপনার ফোনের সব ব‍্যক্তিগত তথ‍্য, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ‍্যাপ, আইএমওসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই শুক্রবার রাত ৯ থেকে ১০টা পর্যন্ত ফোন বন্ধ রাখুন।

দেশের সেবায় এটি বেশি বেশি ফরোয়ার্ড করুন। জনসচেতনতায় বিটিআরসি।

কিন্তু বিটিআরসি’র সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেছেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিটিআরসি থেকে ব্লু হোয়েল গেম সম্পর্কিত কোনও বার্তা প্রকাশ বা প্রচার করা হয়নি।

এই পুরো বার্তাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিটিআরসি’র নাম ব্যবহার করে এরকম মিথ্যা ও বিভ্রান্তিমূলক বার্তা প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ।

এ ধরনের সাইবার অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে। দেশের সব মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh