• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মানসিক স্বাস্থ্য নিয়ে চবিতে আলোচনা, কর্মশালা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৯ অক্টোবর ২০১৭, ১৮:২২

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আগামী ১০ অক্টোবর। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ একটি আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে।

শোভাযাত্রাটি সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর থেকে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ হয়ে মনোবিজ্ঞান বিভাগে শেষ হবে।

এরপর বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সভা শেষে দুপুর ২টায় কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।

কবিতা পাঠ করবেন কলকাতার আবৃত্তিশিল্পী সৌমিত্র ঘোষ। দুপুর আড়াইটায় মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখান উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এডুকেশন অ্যান্ড কাইন্সেলিং সাইকোলজি'র ডিরেক্টর লিপি গ্লোরিয়া রোহারিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি লাইলুন নাহার।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
X
Fresh