• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কথিত পীর আহসান হাবিব কারাগারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৭, ২২:৫৫

জিন-ভূত তাড়ানোর নামে তরুণীদের পর্নো ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগ স্বীকার করায় কথিত পীর আহসান হাবিব পেয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিক এ আদেশ দেন।

এর আগে দুদিনের রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

গেলো বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গেলো মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট পেয়ারকে গ্রেপ্তার করেন।

মামলার নথি থেকে জানা যায়, আহসান হাবিব পেয়ার দাওরায়ে হাদিসে পড়াশোনা করেছেন। নিজেকে এএইচপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পেয়ার। পেয়ার নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে তরুণীদের নির্যাতন করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসায় এনে প্রতারণা করে যৌন সম্পর্ক স্থাপন করতেন।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh