• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গুলশান হামলার ঘটনায় সোহেল মাহফুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১২:৩৪

গেলো বছরের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার মাহফুজের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে দুই দফা রিমান্ড শেষে জঙ্গি সোহেল মাহফুজকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।

গেলো ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোহেল মাহফুজসহ ৪জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর পর ৯ জুলাই সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রথম দফা রিমান্ড শেষে ১৭ জুলাই ফের ৬ দিনের রিমান্ডে নেয়া হয় সোহেল মাহফুজকে।

রিমান্ডে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনা ও জড়িত থাকার বিষয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় সোহেল।

গেলো বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় ২ পুলিশ অফিসারসহ দেশি-বিদেশি ২০ জন নিহত হন। এদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি।

পরদিন সকালে সেনা কমান্ডোদের পরিচালিত অপারেশন ‘থান্ডারবোল্টে’ রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল নামে ৫ জঙ্গি নিহত হন।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh