• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এইচএসসিতে বিদেশের ৭ কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ২১:৫৪

এ বছর এইচএসসি পরীক্ষায় দেশের বাইরের ৭টি কেন্দ্র থেকে ২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৪৪ জন পাস করেছেন। পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন পরীক্ষার্থী।

রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল প্রকাশ করেন।

কাতারের দোহার বাংলাদেশ মাসহুর উল-হক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন ও বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ১৬ জন, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইনটারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যথাক্রমে ৬৫ ও ৬১ জন, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪ জন এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজের ৬ জন শিক্ষার্থী পাস করেছে।

এ বছর এইচএসসি পাসের হার ৬৮ দশমিক ৯১। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।

৮টি সাধারণ বোর্ডের অধীনে ৯ লাখ ৮২ হাজার ৭৮৩ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯৯ হাজার ৩২০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএমে ৯৬ হাজার ৯১৪ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬৬৯ জন পরীক্ষা দেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র ও ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন ছাত্রী।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh