• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৭, ১৬:০৪

গাজীপুরের ব্যবসায়ী মঈনউদ্দিন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভুইয়া এ আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল বলেন, রায় ঘোষণার সময় ৫ আসামির মধ্যে ২ জন সাদ্দাম হোসেন ও বাবু আদালতে হাজির ছিলেন। বাকি ৩ জন পতালক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণগাঁও এলাকার শামীম হোসেন, নূরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শফিকুল ও মো. বাবু।

রায়ে এই ৫ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফজলুর রহমান হত্যা মামলা করেন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh