• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রেইনট্রি হোটেলে ধর্ষণের পাঁচ আসামির বিচার শুরু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৭, ১৩:৩৭

বনানীর দ্য রেইনট্রি হোটেলে দু’ তরুণী ধর্ষণে অভিযুক্ত সাফাতসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার দু’ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের ফলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। আদালত মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেছেন ২৪ জুলাই।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হলো তারা হলেন, আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

অভিযোগ গঠনের শুনানির জন্য তাদের সবাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গেলো ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের দাওয়াত দিয়ে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ দু’ তরুণীকে ধর্ষণ করেন। তাদের সহায়তা করেন বাকি তিন আসামি। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় নির্যাতিত তরুণী বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh