• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে জলাবদ্ধতা, হতে পারে আরো বৃষ্টি (লাইভ)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৭, ১০:৪৬

বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা। মতিঝিল, মালিবাগ, শান্তিনগর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই ধারা আরো কয়েক দিন থাকতে পারে।

সেই সঙ্গে রাজধানীজুড়ে রাস্তা, ফুটপাত সংস্কারের কাজ চলার কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীদের কর্মস্থলে যাবার আগে বেশি সমস্যায় পড়তে দেখা যায়।

অনেক স্থানে রিকশা গর্তে পড়ে যেতে দেখা গেছে। বৃষ্টির কারণে মাঝ পথে সিএনজি অটোরিকশা অচল হয়ে থাকতে দেখা গেছে।

আষাঢ়ের শেষ সময়ে দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে অন্য সব অঞ্চলের চেয়ে এবার ঢাকায় বেশি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১০৩ মিলিমিটার।

বৃষ্টির এই ধারা আরো অন্তত দুই থেকে তিন দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এছাড়া গেলো ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩০ মিলিমিটার, ময়মনসিংহে ২৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, খুলনায় ৬, বরিশালে ৬ ও রংপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh