• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জামিন পেলেন জাবির ৪২ শিক্ষার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ১৮:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ ছাত্রীসহ ৪২ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

উপাচার্যের বাসভবনে বিক্ষোভ-ভাঙচুরের মামলায় শনিবার গভীর রাতে ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩১ শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানা মামলা করেছিলেন। মামলায় হামলা ও ভাঙচুরের পাশাপাশি গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল।

ওই মামলায় আটক ৪২ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে রোববার তাদের ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত সবার জামিন মঞ্জুর করেন।

বিবাদীপক্ষের আইনজীবী সানাউল ইসলাম টিপু আরটিভি অনলাইনকে জানান, আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে নিরাপদ সড়কের

দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুপুরে কথা বলতে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

কিন্তু শিক্ষার্থীরা অবরোধ না সরালে বিকেলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

তাৎক্ষণিকভাবেই উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি মোকাবেলায় শনিবার রাতে জরুরি সিন্ডিকেট সভা থেকে অনির্দিষ্টকালে6র জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয়া হয়।

রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাগ হাতে হল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ক্যাম্পাসে দেখা যায় বাড়তি পুলিশ।

এদিকে হল খালি করে দেয়ার আকস্মিক এই নির্দেশে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে হল বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh