• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মামলা চলাকালীন আসামিকে ‘রাজাকার’ বলা যাবে না: ট্রাইব্যুনাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৭, ১৭:০৬

মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলাকালীন বা বিচার শেষ না হওয়া পযর্ন্ত নথিপত্রে কোনো আসামিকে ‘রাজাকার’বলা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ অভিমত দেন।

নওগাঁ ও জয়পুরহাটের মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার আসামিদের বিষয়ে আজ শুনানি শেষে ট্রাইব্যুনাল এ অভিমত দেন। সেসময় এ তিন আসামিকে সেফহোমে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয় ট্রাইব্যুনালে।

পরে ট্রাইব্যুনাল সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একইসঙ্গে আগামী ১২ জুলাই এ মামলায় পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh