• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যার বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ১৪:৩১

রাজধানীর মোহাম্মদপুরে কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যা মামলার বিচার শুরু হয়েছে। জানালেন আইনজীবী শেখ বাহারুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দীন এ আদেশ দেন।

বাহারুল ইসলাম বলেন, মামলার একমাত্র আসামি কে এম জহিরুল ইসলামের বিরুদ্ধে আদালত অভিযোগ পত্র গ্রহণ করেছেন। এর মাধ্যমে কাবেরী হত্যার বিচার প্রক্রিয়া শুরু হলো।

তিনি বলেন, অভিযোগ গঠনের শুনানির সময় আসামি জহিরুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

অন্যদিকে কৃষ্ণা কাবেরীর ভগ্নিপতি বিপ্লব বিশ্বাস আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের নিজ বাসায় খুন হন শিক্ষিকা কৃষ্ণা কাবেরী। গেলো বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন।

অভিযোগপত্রভুক্ত একমাত্র আসামি হলেন কে এম জহিরুল ইসলাম। আর মামলা থেকে মারুফ হায়দার নামের অন্য এক আসামিকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh