• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ঐশীকে আদালতে হাজিরের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১৯:১৪

মা-বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এ নির্দেশ দেয়া হয়।

আসছে ১০ এপ্রিল সকালে তাকে আদালতে হাজির করতে আইজি প্রিজনকে নির্দেশ দেয়া হয়।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আজ ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের ছিল।

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যার দায়ে ২০১৫ সালের ১২ নভেম্বর তাদের মেয়ে ঐশীকে মৃত্যদণ্ড দেন আদালত।

ঐশীর আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ জন্য তার মৃত্যুদণ্ডের সাজা প্রযোজ্য হবে না।কেননা কোনো স্বাভাবিক মানুষ তার মা-বাবাকে হত্যা করতে পারে না।

তিনি বলেন, আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঐশীর মানসিক পরীক্ষা হয়। সেই প্রতিবেদনে তার মানসিক সমস্যার কথা এসেছে।

ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে এ প্রসঙ্গটি এলে আদালত ঐশীকে হাজির করতে নির্দেশ দেন।

ঐশী বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসায় মা-বাবাকে খুন করেন ঐশী।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh