• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলন শুরু রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৭, ১৭:৩৫

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ছাত্র ইউনিয়নের ৪ দিন ব্যাপী ৩৮তম জাতীয় সম্মেলন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত বামপন্থী এ ছাত্র সংগঠনটি ষাটের দশকে দারুণ জনপ্রিয়তা অর্জন করে। মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টির সঙ্গে ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনী গঠন করেছিল। নবব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আবু তারেক সোহেল, আহ্বায়ক সুমন সেন গুপ্ত। এছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, জার্মানিসহ বিভিন্ন দেশের সমমনা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ, মৎস্য ভবন, মতিউল-কাদের চত্বর, শিক্ষা অধিকার চত্বর, দোয়েল চত্বর হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে।

বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু স্মারক ভাস্কর্যে সম্মেলনের সাংস্কৃতিক আয়োজনে সাংস্কৃতিক ইউনিয়নসহ কয়েকটি ব্যান্ডদলের পরিবেশনা থাকবে।

৩ এপ্রিল টিএসসির মিলনায়তনে সকাল ১১টায় 'নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা' এ প্রসঙ্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার। এতে বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

বিকাল ৩টায় একই স্থানে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হবে। ৪ ও ৫ এপ্রিল কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ আরটিভি অনলাইনেক জানান, এরই মধ্যে ১৬টি উপ-পরিষদের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার রাত থেকে সারাদেশের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করবেন। ৬ শতাধিক প্রতিনিধি এবারের কাউন্সিলে অংশ নিচ্ছেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্মেলন সফল হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh