• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিমকোর্টের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ১৪:০০

দেশের সব আদালত, বিচারক, বিচারকদের বাসভবন ও কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। জানালেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ।

সুপ্রিমকোর্টের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেন সই করা বিজ্ঞপত্তিতে এ তথ্য জানানো হয়।

গেলো ২৩ মার্চ এ নির্দেশনা জারি করা হয়। যদিও বিষয়টি প্রকাশ করা হয় আজ সোমবার।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ২৮ দপ্তরে সুপ্রিমকোর্টের জারি করা এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন। তিনি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহাতায় দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গন, এজলাস, বিচারকের বাসভবন, বিচারক ও কর্মচারিসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এর আগে গেলো ২৪ মার্চ রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ সতর্কতা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটে জঙ্গিদের পাল্টা হামলার পরপরই সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বিশেষ বার্তা পাঠানো হয়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh