• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশজুড়ে গুঁড়ি বৃষ্টি, কাল নাও হতে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৭, ১৪:২৩

দেশের প্রায় সকল এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও দমকা হাওয়াও বইছে। ফলে রাজধানীসহ সারাদেশের মানুষ আচমকা বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েন।

সোমবার আবহাওয়াবিদরা জানান, দিনভর চলবে এ বৃষ্টি। সন্ধ্যায় বৃষ্টি কমে আসবে। তবে আগামি কয়েকদিন মধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার সঙ্গে সংলগ্ন বাংলাদেশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। আর এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা কোথাও মাঝারি দমকা বাতাস বইছে।

গেলো দু’দিনের এই বৃষ্টি মঙ্গলবার হয়তো কিছুটা কমতে পারে। তবে এ মাসের শেষের দিকে আবারো বৃষ্টি হবে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কম থাকবে। এ ধরনের বৃষ্টি ভারতের বিহার ও উত্তর প্রদেশেও হচ্ছে। সেখান থেকে বায়ুপ্রবাহের কারণে বাংলাদেশে ঠাণ্ডা হাওয়া বয়ছে।

ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh