• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১৮:২২

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে টিএসসি সংলগ্ন মঈন হোসেন রাজুর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্র ইউনিয়ন। এসময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও রাজুর মিছিলের সাথীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন চলাকালে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিলানী শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল কাফি রতন, শহীদ মঈন হোসেন রাজুর মিছিলের সাথী তাহমিদুজ্জামানসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রদানের মাধ্যমে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও শহীদ মঈন হোসেন রাজু দিবসকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্রসংগঠনের দখলদারত্ব, প্রশাসনের নগ্ন দলীয়করণের বিরুদ্ধে লড়াই চালিয়ে রাজুর চেতনা বাস্তবায়ন করার জন্য প্রগতিশীল সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন। পরে ১৯৯৭ সালে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজ ভাস্কর্য স্থাপন করা হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh