• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১২:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা পৌনে ১১টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় অবস্থান নেনে তারা। এতে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবিতে তারা আন্দোলন করছেন। কোনো ফল না পেয়ে তারা ফের বিক্ষোভ করছেন। এর আগেও একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউট কবে হবে?’ , ‘ক্লাস পরীক্ষা হবে না ইনস্টিটিউট না হলে’, ‘দাবি আদায় না হলে বিক্ষোভ চলবে’ বলে স্লোগান দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh