• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবিরোধী রাজু দিবস সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৭, ১৮:১৩

সন্ত্রাসবিরোধী শহীদ রাজু দিবস সোমবার। ১৯৯২ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। দিনটিকে ছাত্র সমাজ সন্ত্রাসবিরোধী রাজু দিবস হিসেবে পালন করে আসছে।

সোমবার সকাল ৮টায় টিএসসি সড়কদ্বীপে শহীদ মঈন রাজুর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। রাজু স্মৃতি সংসদ অনুরূপ কর্মসূচি পালন করবে।

দিনটি উপলক্ষে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ যৌথ বিবৃতিতে বলেন, সরকার সমর্থক ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার ভাগ-বাটোয়ারা, বিরোধী মতাদর্শের প্রতি দমনপীড়নে থেমে থেমে শিক্ষাঙ্গনগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। যা শিক্ষাবান্ধব পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্থ।

ক্যাম্পাসে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh