• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পরিবহন ধর্মঘট বাতিল চেয়ে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ১১:১৪

দুই চালকের সাজার প্রতিবাদে চলা পরিবহন ধর্মঘট বাতিল চেয়ে সর্বোচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

বুধবার সুপ্রিম কোর্টর আইনজীবী মনজিল মোরশেদ ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করেন। দুপুর ২টায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে দু’দিন ধরে চলা পরিবহন ধর্মঘটকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক না করলে পরিবহন মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

হত্যা মামলায় দুই চালকের সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ঘর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এরই মধ্যে মঙ্গলবার রাতে ও বুধবার সকাল থেকে রাজধানীর গাবতলী ও রামপুরা-বাড্ডা সড়কে শ্রমিকদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সংঘর্ষ হয়। এতে ৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে দুই দিনের এ পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh