• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:১৭

রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের সমন্বিত সিনিয়র অফিসের পদে নিয়োগ পরীক্ষা বাতিলসহ সব নিয়োগে স্বচ্ছতার দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে অবস্থান নেন। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা সেখানে মানববন্ধন করেন।

পরীক্ষায় অংশ নেয়া রোহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ একটি কেন্দ্রে সমস্যার কথা বলছে। বাস্তবতা হলো সব কেন্দ্রের চিত্রই খারাপ ছিল। শুধু অব্যবস্থাপনার কথা বললেও কম হয়। কোনো কোনো পরীক্ষার্থী প্রশ্ন বাইরে নিয়ে গেছে। দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। কোনো কেন্দ্রে আগে, কোনো কেন্দ্রে পরে পরীক্ষা শুরু হয়েছে। এ অবস্থায় কোনোভাবেই পরীক্ষা দিয়ে প্রকৃত মেধা যাচাই করা সম্ভব না। তাই পরীক্ষা বাতিলের দাবি করছি।

এসময় পরীক্ষার্থীরা পরীক্ষায় নানা অব্যবস্থাপনার ছবি দেখান। ফেসবুক ও গণমাধ্যম থেকে পাওয়া ছবি দেখিয়ে তারা পরীক্ষা নতুন করে নেয়ার দাবি জানান। প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যান তারা।

গত শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। প্রশ্নপত্র ও বসার জায়গা না পেয়ে মিরপুর ১ এর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভাঙচুর ও সড়ক অবরোধও করেন। ওই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh