• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

২ হাজার মামলা প্রত্যাহারের ঘোষণা এরদোগানের

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৬, ১০:৩৬

সমালোচনাকারীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শুক্রবার এ ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বলেন, জাতীয় ঐক্যের স্বার্থেই মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরদোগানকে মর্যাদাহানি করার অভিযোগে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দু’হাজার মামলা হয়েছিলো। এ পদক্ষেপকে সৌহাদ্যের নিদর্শন বলছেন তুর্কি প্রেসিডেন্ট।

এদিকে, ব্যর্থ সামরিক অভ্যুত্থান ইস্যুতে সরকারের নেয়া কঠোর পদক্ষেপের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কড়া সমালোচনা করেছেন এরদোগান। নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ অভ্যুত্থানকারীদের পক্ষে, তাদের কোনভাবেই তুরস্কের বন্ধু বিবেচনা করা যায়না। সমালোচনার পরিবর্তে দেশগুলোকে নিজের কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন এরদোগান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh