• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯৭

অনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৬, ১০:৪৮

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৯৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। এমন খবর বিবিসি’র।

পিদি জায়া জেলার সহকারি প্রধান মুলাদি বললেন, ‘ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।’

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় আতঙ্কিত লোকজনকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় জড়ো হতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত ৫টি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এপি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh