• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ভুটানের নির্বাচনে মধ্য-ডানপন্থী ডিএনটি দলের জয়

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৮, ১৫:০৪
ভোটকেন্দ্রে একজন ভোটারকে চেক করা হচ্ছে (ছবি: আল-জাজিরা থেকে নেয়া)

মাত্র পাঁচ বছর আগে গড়া একটি দল ভুটানের সাধারণ নির্বাচনে বিস্ময়করভাবে জয়লাভ করেছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২০১৩ সালে গড়া মধ্য-ডানপন্থী দ্রুক নিয়ামরুপ সোগপা (ডিএনটি) দলটি বৃহস্পতিবারের নির্বাচনে অনেকটাই এগিয়ে আছে। খবর আল-জাজিরার।

২০০৮ সালে ভুটান থেকে পুরোদমে রাজতন্ত্রের বিলুপ্তির পর এটি দেশটিতে তৃতীয় সাধারণ নির্বাচন। চীন ও ভারতের মাঝে অবস্থিত আট লাখ জনসংখ্যার দেশটি জাতীয় সুখী সূচকের জন্য সুপরিচিত। দশ বছর আগে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার পর তিন নির্বাচনে তিনটি ভিন্ন দল জয়ী হলো।

ভুটানের নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২০১৩ সালে গড়া ডিএনটি দল বৃহস্পতিবারের নির্বাচনে জাতীয় পরিষদের ৪৭ আসনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে। আর বাকি ১৭টি আসন পেয়েছে দ্রুক ‍ফুয়েনসাম সোগপা (ডিপিটি) দল। তবে আজ শুক্রবার এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গেল সেপ্টেম্বরে প্রথম দফার ভোটাভুটিতে এগিয়েছিল ডিপিটি। গতবারের ক্ষমতাসীন দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।

ডিএনটি দলটির নেতা ৫০ বছর বয়সী লোতে শেরিং পেশায় একজন ইউরোলজি সার্জন। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। মূলত ভারতের কাছে ঋণের ভারে জর্জরিত দেশটিকে টেনে তুলতে কাজ করতে চান লোতে। লোতে এছাড়া বেকারত্ব, দরিদ্রতা এবং অপরাধ কমানোর বিষয়েও নজর দিতে চান।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
X
Fresh