• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নেই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৮, ১২:০৬
রাখাইনে এভাবেই রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়

রোহিঙ্গা মুসলমানরা যাতে নতুন করে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সে লক্ষ্যে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি মিয়ানমার। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। খবর পার্সটুডের।

জাতিসংঘের এই দুই সংস্থা এক যৌথ প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা এখনও ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। নিজের এলাকাতেও স্বাধীনভাবে চলাফেরার অধিকার তাদের নেই।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র আন্দ্রে মাচিক এ সম্পর্কে বলেছেন, স্বাধীনভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং অনিরাপত্তার কারণে রোহিঙ্গা মুসলমানরা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও ব্যর্থ হচ্ছে।

তিনি রোহিঙ্গা মুসলমানদের এলাকা পরিদর্শন শেষে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা ও শিক্ষা গ্রহণের সুযোগ পর্যন্ত নেই।

তিনি বলেন, আমরা ঘুরে দেখেছি সেখানে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের কোনও ব্যবস্থাই মিয়ানমার সরকার নেয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুদ্ধি অভিযান শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার-বাংলাদেশের মধ্যে চুক্তি হলেও নেইপিদোর কাছে থেকে আশানুরূপ সাড়া পায়নি ঢাকা। তবে নিজেদের ব্যর্থতার জন্য উল্টো বাংলাদেশকেই দায়ী করেছে মিয়ানমার।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি বাড়ায় ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত
‌‘অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি’
X
Fresh