• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় ফেরিডুবিতে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৪

আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়ায় একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঞ্জানিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। খবর বিবিসি, সিএনএন, আল-জাজিরার।

লেক ভিক্টোরিয়ায় দুটি দ্বীপের মাঝে এই দুর্ঘটনা ঘটে। তাঞ্জানিয়ার ফেরি পরিচালনাকারী সংস্থা ইলেকট্রিক, মেকানিক্যাল অ্যান্ড সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, এমভি নিয়েরেরে নামের ওই ফেরিটি উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার ডুবে যায়।

ওই ফেরিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ফেরিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন।

উকেরেয়ে জেলা পরিষদের প্রধান জর্জ নিয়ামাহা বলেছেন, ওই ফেরিতে শতাধিক যাত্রী ছিলেন। আমরা আশঙ্কা করছি ফেরিডুবির ঘটনায় অনেকেরই প্রাণহানি ঘটেছে।