• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ৬৩০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ জুন ২০১৮, ১৩:০৫

ভারতের মুম্বাইয়ে ৬৩০ বছরের পুরনো কোরআন শরীফের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

প্রখ্যাত মুসলিম সাধক ও আলেম মাখদুম আলি মাহিম এর সমাধিস্থ কমপ্লেক্সে এই প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। মাখদুম আলি মাহিম এ পাণ্ডুলিপিটি স্বহস্তে লিখেছেন।

১৩৭২ খ্রিস্টাব্দে জন্ম নেয়া মাখদুম আলি মাহিম ১৪৩১ সালে ইন্তেকাল করেন। ভারতে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেসময় তার অসংখ্য মুসলিম অনুসারী ছিলেন।এখনও তার সমাধিস্থল জিয়ারতে আসেন বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ।

কোরআনের এ পাণ্ডুলিপিটি মাখদুম আলি মাহিম স্বয়ং নিজ হাতে লিখেছেন বলে তার অনুসারীরা দাবি করেছেন।

এ পাণ্ডুলিপিটির প্রত্যেক পৃষ্ঠায় ফার্সি ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য সংযোজিত রয়েছে। পাণ্ডুলিপিটি সমাধিস্থ কমপ্লেক্সে অতি যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
‘আরটিভি আলোকিত কোরআন ইউএসএ’ গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
X
Fresh