• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুন ২০১৮, ১৫:০১

রাখাইনে সেনা বাহিনীর বিরুদ্ধে ওঠা জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। ৩১ মে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর মিয়ানমার টাইমস।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাখাইনে একটি সমন্বিত, শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ তৈরিতে জাতীয়ভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই কমিশন গঠনের ক্ষেত্রে আনান কমিশনের সুপারিশ বিবেচনায় নেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নেপালে ৬ মাসে ল্যাপটপ চালাতে না পারলে মন্ত্রীত্ব বাতিল
--------------------------------------------------------

২০১৭ সালের ২৫ আগস্ট আরসা বিদ্রোহীদের হামলার পর সেনা অভিযান পরিচালনায় মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের অভিযোগ তদন্ত করবে এই কমিশন। তিন সদস্যের কমিশনে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকবেন। কমিশনকে সহযোগিতা করবেন মিয়ানমারের বিশেষজ্ঞরা।


উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টে রাখাইনে সেনাবাহিনীর অভিযানের পর থেকে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ করেছেন।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
X
Fresh