• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন পঙ্কজ শরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে ২০১৮, ০৮:৫০
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণকে ভারতের জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দেশটির সরকার এটি জানিয়েছে। খবর এনডিটিভির।

এর আগে ভারতের মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (এসিসি) এই পদে দুই বছরের জন্য পঙ্কজ শরণের নিয়োগ অনুমোদন করে। চুক্তিভিত্তিক এই নিয়োগ সরকার চাইলে দুই বছর পর আবার পুনর্নবায়ন করতে পারবে।

বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র এই কূটনীতিক।

পঙ্কজ শরণ ১৯৮২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। গত বছর তাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : দিল্লিতে রাবার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন
--------------------------------------------------------

২০১২ সালের জুলাই মাসে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা পঙ্কজ শরণের সময় দু’দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। এসময় তিনি তার বাংলাদেশের মেয়াদে বহু ভিআইপি সফর সামাল দিয়েছেন। দুদেশের মধ্যে বিভিন্ন চুক্তির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সাবেক ইন্টিলিজেন্স ব্যুরো প্রধান অজিত দোভাল।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
‘হার্দিকের বিকল্প নেই’
X
Fresh