• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাক-ভারত সীমান্তে গোলাগুলি ৬ দিনে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে ২০১৮, ১৩:২৯

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলিতে ছয়দিনে এক শিশুসহ নিহত হয়েছেন অন্তত পাঁচ বেসামরিক নাগরিক। যুদ্ধের আশঙ্কায় এরইমধ্যে অন্তত তিন জেলা থেকে বাড়ি-ঘর ছেড়েছে প্রায় ৮০ হাজার মানুষ। এছাড়া অন্তত তিন হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, গাল্ফ নিউজ, এশিয়ান এইজ।

ভারতীয় গণমাধ্যম ‘এশিয়ান এইজ’ জানায়, জম্মু-কাশ্মীর সীমান্তে উভয় দেশের গোলাগুলিতে আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন। আহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনার অবস্থা আশঙ্কাজন।
--------------------------------------------------------
আরও পড়ুন : সৌদিতে এক বছরে প্রায় ৮ লাখ বিদেশি চাকরি হারিয়েছে
--------------------------------------------------------

বুধবার রাজ্য পুলিশ প্রধান এসপি ভেইদ জানায়, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তাদের সীমান্ত রক্ষা বাহিনী পাকিস্তানি রেঞ্জার্স যৌথভাবে ভারতে হামলা চালাচ্ছে। তারা এরইমধ্যে তিনটি জেলার অন্তত ১০০টি গ্রামে ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর অন্তত ৮০টি পোস্টে ভারি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, উভয় দেশের আন্তর্জাতিক সীমানা (আইবি) তে জম্মু, কাঠুয়া ও সামবা জেলায় গ্রামবাসীরা ব্যাপকভাবে প্রতিরোধ চেষ্টা ব্যর্থ হয়ে গেলে প্রাণ বাঁচাতে তারা গ্রাম ছেড়ে গেছে।

উল্লেখ্য, গত ৯দিন থেকে জম্মু এলাকায় ভারতীয় সেনা ও গ্রামবাসীদের ওপর পাকিস্তানি হামলাকে ২০০৩ সালের যুদ্ধরীতি আইনের লঙ্ঘন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh