• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কুমারস্বামী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মে ২০১৮, ২১:৪২

ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) নেতা এইচ ডি কুমারস্বামী। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি দলিত নেতা জি পরমেশ্বর।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা তাদের শপথবাক্য পাঠ করান। খবর টাইমস অব ইন্ডিয়া।

বেঙ্গালুরুতে বিধানসভা ভবনের সামনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।

--------------------------------------------------------
আরও পড়ুন : দেখা মিললো সৌদি ক্রাউন প্রিন্সের
--------------------------------------------------------

এ সময় কংগ্রেস ও জেডিএসের শীর্ষ নেতাদের পাশে থেকে সম্মিলিতভাবে বিজেপি–বিরোধিতার ইঙ্গিত দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও অনেকে।

জানা গেছে, আগামী শুক্রবার আস্থা ভোটে জেতার পর গঠিত হবে জোট মন্ত্রিসভা। ৩৪ সদস্যের মন্ত্রিসভায় কংগ্রেসের সদস্য হবে ২২ জন, অন্যরা জেডিএসের। বিধানসভার স্পিকার হিসেবে আগেই শপথ নিয়েছেন কংগ্রেসের রমেশ কুমার।

উল্লেখ্য, তিথি-নক্ষত্র ও পঞ্জিকা মেনে চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
নারী কর্মীদের জন্য ১০ দিনের বাড়তি ছুটি
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইলেন আমির
পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পথে মরিয়ম নওয়াজ
X
Fresh