• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ, ৭ সৌদি অ্যাক্টিভিস্ট আটক

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মে ২০১৮, ১৭:১৯

বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করায় নারী অধিকার নিয়ে কাজ করা ৭ অ্যাক্টিভিস্টকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। আটকদের মধ্যে দুজন পুরুষ রয়েছেন।

নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েকসপ্তাহ আগে গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদে অভিযানে চালিয়ে তাদের আটক করা হলো।

রাষ্ট্রীয় নিউজ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে আছেন নারী অধিকারকর্মী লুজাইন আল হাথলুল এবং সৌদি ব্লগার ইমান আল নাফজান। এর আগে আমিরাত থেকে সৌদিতে গাড়ি চালিয়ে ফেরার সময় আটক হয়ে ৭৫ দিন কারাগারে কাটান হাতলুল।

--------------------------------------------------------
আরও পড়ুন : নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র আঁকায় চাকরিচ্যুত জার্মান কার্টুনিস্ট
--------------------------------------------------------

গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হাতলুলকে তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। অন্যদিকে নাফজান একবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

নারী অধিকারকর্মীদের দাবি, কর্তৃপক্ষ নারীদের কণ্ঠস্বর রোধ করতে চাচ্ছে বলে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। কিছু সংস্কারের পর আগামী মাসে এটা কার্যকর করার কথা রয়েছে।

এখনও সৌদি আরবে নারীদের পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা প্রচলিত। আইন অনুযায়ী নারীদের পড়াশুনা, ভ্রমণ বা অন্য কোনো কাজের জন্য বাবা, স্বামী বা ভাইয়ের অনুমতির দরকার পড়ে। সৌদি অ্যাক্টিভিস্টদের দাবি নারী অধিকারের লড়াইয়ের জন্য অভিভাবকত্ব একটি বড় ইস্যু।

২০১১ সাল থেকে প্রায় ৩০ জন অ্যাক্টিভিস্ট ও বিদ্রোহীর বিরুদ্ধে রায় দিয়েছেন সৌদি আদালত। এইচআরডব্লিউ’র মতে, এদের অনেককেই ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলে ১৯৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ৮০টি সৌদি কোম্পানি
নারীরা পুরুষের চেয়ে বেশি বাঁচলেও অসুস্থ থাকেন বেশি: গবেষণা
X
Fresh