• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দুই টন ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ডের পথে তুরস্ক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১৮:৩৩

গিনেস বুকে নাম লেখাতে বিশাল এক ডেকচিতে ৬০০ কেজি ভেড়ার কলিজা রান্না করা হয়েছে তুরস্কে। সংশ্লিষ্টদের দাবি, যে ডেকচিতে কলিজা রান্না করা হয়েছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেকচি।

দুই টন ভেড়ার কলিজা রান্না করা হয়েছে একটি পাত্রে। বিষয়টি বিস্ময়কর হলেও তুরস্কের এড্রিন শহরে দুই টন বা ৫৪ মণ ভেড়ার কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড গড়ার পথে রয়েছে দেশটি। খবর প্রেসটিভি।

ভেড়ার কলিজাগুলো রান্না করা হয় বিশাল একটি পাত্রে যার ব্যাস ছিল সাত মিটার এবং গভীরতা ৮০ সেন্টিমিটার। পরে রান্না করা কলিজা স্থানীয় লোকজনের মধ্যে পরিবেশন করা হয়। কলিজা রান্না করতে ১২ টন কাঠ লেগেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করবে উত্তর কোরিয়া
--------------------------------------------------------

এ রান্নার কাজে তুরস্কের এড্রিন, বুরসা, ইস্তাম্বুল শহর থেকে শেফ আসেন। এছাড়া, ইউক্রেন, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়া থেকেও কয়েকজন শেফ অংশ নেন।

এড্রিন শহরের মেয়র রজব গুরকান ১৮০ ডিগ্রি তাপমাত্রায় রান্নার উদ্বোধন করেন। রান্না শেষে বহু মানুষ খাবারে অংশ নেন। বিপুল পরিমাণ ভেড়ার কলিজা রান্নার পর এখন এই তথ্য অনুমোদনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছে জমা দেয়া হবে।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাস প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
X
Fresh