• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১৭:৩৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে বোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ছয়জন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি। আজ রোববার এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাস্টমস ফাইন্যান্স ডিপার্টমেন্টে অন্তত তিনটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ধারণা করা হচ্ছে এটি কোনো সমন্বিত হামলা। বিস্ফোরণের পরপরই অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী।

প্রদেশ কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি বলেন, হামলায় সম্ভবত চারজন অংশ নেয়। এর মধ্যে একজন ভবনের প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে অন্যদের ভেতরে প্রবেশের সুযোগ করে দেয়।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে বেশ কয়েক দফা বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই ঘটে রাজধানী কাবুলে। তবে জানুয়ারি মাসে এই জালালাবাদ শহরেই সেভ দ্য চিলড্রেনের অফিসে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে বোমা বিস্ফোরণ, পুলিশি অভিযানে গ্রেপ্তার ২
যুবদলের সমাবেশের পাশে বিস্ফোরণ
আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত: জাতিসংঘ
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৬০, বহু নিখোঁজ
X
Fresh